উৎসবমুখর পরিবেশে পালিত হলো বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস


আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।
ছবি: দেশের সংবাদ

ছবি: দেশের সংবাদ
সারাদেশের মতো সদরপুর সরকারি কলেজেও ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ, কলেজ মিলনায়তনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং যোহরবাদ মসজিদে দু'আ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এই কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সামসুন নাহার ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব নুরুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব জাহিদ হাসান জনি। উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন: 
বুলবাল ভাংলা (ভুলভাল বাংলা)

_____________________________
বিজ্ঞাপন
মিতুবর্না বই ঘর, সদরপুর বাজার

Previous
Next Post »