শেখ হাসিনা (ফাইল ছবি) |
নতুনভাবে জাতীয়করণ করা সব শিক্ষা প্রতিষ্ঠানে বিসিএস ক্যাডার শিক্ষক নিয়োগ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘নতুনভাবে জাতীয়করণ করা শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএস ক্যাডার শিক্ষক নিয়োগ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এই নিয়ম মানতে হবে।’
বুধবার (১৪ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এসব কথা বলেছেন শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন থেকে যেসব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধার আওতায় আসবে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে হলে সরকারি কর্ম কমিশন (পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি)-এর পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধা পেলেও শিক্ষকরা পাবেন না।
সভা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত আন্দোলনের বিষয়টি সভার আলোচনা এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন, এই ভয়-ভীতি দেখিয়ে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে হবে।’
সভায় সদ্য অনুষ্ঠিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনের প্রসঙ্গটি আলোচনায় আসে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ওই এলাকা নেতিবাচক। সাধারণত ওই এলাকায় জামায়াত বা জাতীয় পার্টি পাস করে। লিটনের কারণে ওই আসনটি আমরা পেয়েছিলাম। আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে আওয়ামীপন্থী প্যানেলের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘অতীতে আমাদের ভুল ছিল। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারিনি। আসন্ন এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্যানেলের পক্ষে কাজ করতে হবে।’
সূত্র: বাংলা ট্রিবিউন ডট কম (অনলাইন)
আরও পড়ুন:
EmoticonEmoticon