থা ই র য়ে ড হরমোনকে হেলাফেলা নয়



থাইরয়েড একটি হরমোন যেটা গলার সামনে থাকা গ্রন্থি থেকে বের হয়।
কাজ: এটা শরীর, মস্তিষ্ক, শক্তির ও মনের স্বাভাবিক গতি ধরে রাখে। এই হরমোন কমে গেলে তাই সব দুর্বল হয়ে পড়ে আর বেড়ে গেলে তাই শরির মন অস্থির লাগে আর গায়ে গরম লাগে।
এই হরমোন বেশি হলে যে লক্ষণ হয়:-
*ওজন কমে যাবে 
*খুব গরম লাগবে *শরির ঘামবে *বুক ধড়পড় করবে *শ্বাসকষ্ট হবে * হাত কাঁপবে *মন মেজাজ খুব খিটখিটে হবে *পাতলা পায়খানা হবে *সারাক্ষণ টেনশন লাগবে, মাসিক দেরিতে হবে * বাচ্চা নাও হতে পারে * হাই প্রেশার *গলার সামনে ফুলা * চোখ বের হয়ে আসা ইত্যাদি।
এই হরমোন কমেগেলে লক্ষণ হয়:-
*ওজন বাড়বে * ঠাণ্ডা বেশি লাগবে *শরির দুর্বল হবে * গায়ের চামড়া শুকন ও খশখশে হবে *ঘনঘন মাসিক হবে *বাচ্চা নষ্ট হবে * পায়খানা কষা হবে * গলার স্বর ভেঙে যাবে * পায়ে ব্যথা হবে * পা ফুলে যাবে * মানসিক সমস্যা * হাই প্রেশার ইত্যাদি।
পোস্টটি আপনাদের উপকারে এলে টাইমলাইনে শেয়ার করে রাখুন৷ ধন্যবাদ।
___________________________________________
Ads by google.com
Previous
Next Post »