সদরপুর সংবাদ
|
ছবি: ফেসবুক |
|
ছবি ফেসবুক |
গতকাল ২ মার্চ, ২০১৮ রাত সাড়ে বারোটার দিকে কে বা কারা রিপন হাওলাদারের স্বনামধন্য মোবাইলের দোকান "রিপন মোবাইল ক্লিনিক"-এ পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। বাজার পাহারাদার ও অন্যান্যদের সক্রিয় সহযোগিতা এবং স্থানীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ত্বরিত প্রচেষ্টায় বড় কোনো বিপদ ঘটেনি। বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারনা করা হচ্ছে এটা কারো শত্রুতামূলক কাজ। সদরপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নিচে ফেসবুকে দেওয়া রিপন হাওলাদারের স্ট্যাটাসের স্ক্রিনশট:-
ভালো লেগে থাকলে শেয়ার করুন
EmoticonEmoticon