সদরপুর প্রতিনিধি, ফরিদপুর
|
ছবি: দেশের সংবাদ |
শেষ হতে চললো খাজাবাবা ফরিদপুরী খ্যাত আটরশি দরবারের ওরশ পরবর্তী মেলাও। গত ১৭ ফেব্রুয়ারি ফজর বাদ ওরশের কার্যক্রম শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে চারদিনব্যাপী ওরশ শেষ হয়। ওরশ শেষ হলেও আটরশিতে সপ্তাহব্যাপী মেলা চলতে থাকে। প্রথম দিকে কেনাবেচা জমে উঠলেও ধীরেধীরে বিক্রি কমতে থাকে। আজ সরেজমিনে দেখা যায় বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে। অন্যান্য দোকানদারও চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন। আবহাওয়া ভালো থাকায় অন্য বছরের তুলনায় এবার বিক্রি ভালো হয়েছে বলে জানান মেলায় থাকা ব্যবসায়ীরা।
ভালো লেগে থাকলে শেয়ার করুন
EmoticonEmoticon