ঐতিহাসিক ৭ মার্চ নিয়ে আলোচনা: সদরপুর সরকারি কলেজ

সদরপুর প্রতিনিধি, ফরিদপুর



আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। ওই বক্তব্যই ছিল বাংলার স্বাধীনতার ও মুক্তির প্রথম সাহসী উচ্চারণ। ইউনেস্কো কর্তৃক বিশেষ মর্যাদা পেয়েছে এই ভাষণ।



সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো সদরপুর সরকারি কলেজেও জাঁকজমকপূর্ণ পরিবেশে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।



সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সামসুন নাহার এবং প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব নূরুল ইসলাম খান। বিশেষ আলোচনা করেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুল মান্নান। অন্যান্য শিক্ষকমণ্ডলীও আলোচনা করেন।


Previous
Next Post »