সদরপুর সরকারি কলেজে স্বাধীনতা দিবস উদযাপন।।। দেশের সংবাদ



আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তৎকালীন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। বরাবরের মতো এবারও দিবসটি ঘটা করে সারাদেশে পালিত হচ্ছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণের মধ্য দিয়ে সদরপুর সরকারি কলেজও ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় উপজেলা পরিষদের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় সম্মিলিত জাতীয় সঙ্গীত, ১০ টা থেকে কলেজের নবনির্মিত শহিদ মিনারের বেদীতে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। 

সভাপতিত্ব করেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান জনি।

__________________________________________
Previous
Next Post »