অনলাইন ডেস্ক, সদরপুর প্রতিনিধি, ফরিদপুর
সদরপুর মাদরাসা মার্কেটের সামনে চন্দ্রপাড়া মোড়ে বছরজুড়েই লেগে থাকে যানজট। বিশেষকরে আটরশি ও চন্দ্রপাড়া দরবার শরিফে যখন ওরশ অনুষ্ঠিত হয়, তখন এ যানজট অসহনীয় পর্যায়ে চলা যায়। যানজটের কারণ অনুসন্ধানে জানা যায়, অপরিকল্পিত সংকীর্ণ রাস্তাই এর মূল কারণ। একটি যাত্রীবাহী বাস কিংবা মালবাহী ট্রাক রাস্তা পেরোতে গেলেই তৈরি হয় তীব্র যানজট। এছাড়া মাহেন্দ্র, অটোরিকশার সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়াও যানজটের অন্যতম কারণ। সাধারণ পথচারীদের রাস্তা পারাপার হওয়া কঠিন হয়ে পড়েছে। সদরপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, বিশ্ব জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয়, জেবুন্নেছা গার্লস স্কুলের শিক্ষার্থীদের স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।
রাস্তার মোড়ের দোকানপাটগুলো যানবাহনের কালো ধোঁয়া, হর্নের তীব্র শব্দ, ধুলোবালির কারণে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
সদরপুরবাসী এ যানজট থেকে মুক্তি চায়। এজন্য তাঁরা মনে করেন, মূল রাস্তাটিকে দ্বিগুণ প্রশস্ত করতে হবে। এ বিষয়ে তাঁরা সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
____________________________________________
ছবি: দেশের সংবাদ |
রাস্তার মোড়ের দোকানপাটগুলো যানবাহনের কালো ধোঁয়া, হর্নের তীব্র শব্দ, ধুলোবালির কারণে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
সদরপুরবাসী এ যানজট থেকে মুক্তি চায়। এজন্য তাঁরা মনে করেন, মূল রাস্তাটিকে দ্বিগুণ প্রশস্ত করতে হবে। এ বিষয়ে তাঁরা সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
____________________________________________
EmoticonEmoticon