বদলে গেছে ডিগ্রী তৃতীয় বর্ষের বাধ্যতামূলক ইংরেজির নম্বর বণ্টন

Degree Compulsory English

ডিগ্রী পাস  অ্যান্ড সার্টিফিকেট কোর্স থার্ড ইয়ার ইকজামিনেশন- ২০১৬ (অনুষ্ঠিত- ১১/০১/২০১৮) এর ইংরেজি প্রশ্নপত্রে দেখা যায়- নম্বর বণ্টনে আমূল পরিবর্তন এসেছে। বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থী এ ব্যাপারে জানতেন না। ফলে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে যায়। পরিবর্তিত নম্বর বণ্টন অনুযায়ী- লিখিত পরীক্ষায় ৮০ এবং ইনকোর্স পরীক্ষায় ২০ মিলে মোট ১০০ নম্বর।

শিক্ষার্থীদের কল্যাণার্থে নিচে বিস্তারিত নম্বর বণ্টন উপস্থাপন করা হলো:-

Subject: English (Compulsory)
Subject Code: 121101
Time: 3 hours & 30 minutes
Full Marks: 80

Part- A: Passage Study (Marks-10)
Part- B: Grammar (Marks- 5 x 4= 20)
Part- C: Writing (Marks- 5 x 10 = 50)



গ্রামার অংশে মোট নয়টি টপিক থাকবে। উত্তর করতে হবে পাঁচটি টপিকের। প্রতিটি অংশের নম্বর হচ্ছে চার (০৪) করে।

গ্রামারের জন্য নির্ধারিত টপিকগুলো হচ্ছে-
1. Word Changing
2. Fill in the Blanks
3. Right Form of Verbs
4. Synonyms / Antonyms
5. Suffix / Prefix
6. Wh-questions
7. Re-arrange
8. Punctuation
9. Translation

উপরিউক্ত নয়টি টপিকের মধ্যে শিক্ষার্থীদের উত্তর দিতে হবে যেকোনো পাঁচটির।

লিখিত অংশে থাকবে নিমোক্ত টপিকগুলো-
1. Paragraph
2. Report Writing
3. Letter
4. Application
5. Essay
6. Amplification (ভাব সম্প্রসারণ)
7. Dialogue
8. Poster & Advertisement


লিখিত অংশের আটটি টপিকের মধ্যে উত্তর করতে হবে যেকোনো পাঁচটি টপিকের।

প্যাসেজ স্টাডি অংশে একটি প্যাসেজ আসবে যাতে প্রশ্ন থাকবে মাত্র দুটি। প্যাসেজ থেকে চারটি প্রশ্নের উত্তর চাওয়া হবে যাতে নম্বর থাকবে চার অর্থাৎ (1 x 4 = 4).

এবং দ্বিতীয় প্রশ্নে ছয়টি ইংরেজি শব্দের ইংরেজি মিনিং চাওয়া হবে ও সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। নম্বর থাকবে মোট ছয় অর্থাৎ (1 x 6 = 6).

এই নম্বর বণ্টনটি করা হয়েছে ১১/০১/২০১৮ সালে অনুষ্ঠিত ডিগ্রী বাধ্যতামূলক ইংরেজি প্রশ্নপত্রের আলোকে।

বি. দ্র. জাতীয় বিশ্ববিদ্যালয় যেকোনো সময় নম্বর বণ্টন পালটে ফেলতে পারে।

লিখেছেন: ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি বিভাগ
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর
০১৭৮৫-৫৬২০৮০
Previous
Next Post »