⚫অবাক অবক্ষয়⚫শিক্ষামূলক রম্য গল্প⚫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔵 হাস্যরসাত্মক এই গল্পে রয়েছে সমকালীন বাস্তবতা
🔵 প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর জন্য এটি অবশ্যপাঠ্য
পর্ব-১
▬▬▬▬
তখন সেপ্টেম্বর। কলেজে এলেন জামান স্যার। পুরো নাম- 'চৌধুরী আশফাক জামান'। ব্রত, পেশা কিংবা নেশা হিশেবে নয়; শিক্ষতাকে তিনি নিয়েছিলেন অনেকটা 'তামাশা' হিশেবে। এই জামান স্যারকে বাচ্চারা ডাকতো 'কামান স্যার' বলে। রোজ ভোরে ওয়ান টাইম রেজার দিয়ে 'দাড়ি কামান' বলে বাচ্চারা তার এ নাম রাখেনি।
নামের পেছনে ছিল ভিন্ন কারণ।
গত প্রিটেস্ট পরীক্ষা চলাকালে তিনি ক্লাসে ঢুকে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে ফেসবুক লাইভে এলেন। বলতে লাগলেন, "হ্যাললো বউন্ধুরা, আমি জামান। এখন আছি পরীক্ষার হলে। আপনারা দেখুন- কীভাবে এ কলেজের বাচ্চারা নকলমুক্ত নয়; বরং নকলযুক্তভাবে আরামে, আয়েশে, কেউ কেউ ঘুমিয়ে কিংবা নেচে-গেয়ে পরীক্ষা দিচ্ছে..."
এক ছাত্র মৃদু শব্দে বলল,
"জামান স্যার,
দয়াকরে মোবাইলটা
নামান স্যার।"
এদিকে ফেসবুক লাইভে যখন মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো শ্রেণিকক্ষটা কাভার করছিলেন জামান স্যার, তখন হঠাৎ সজলের দিকে চোখ পড়ল ওনার। সজল বাম হাঁটুর ওপরে ফোন রেখে নেট গেটে কিছু সিনোনিম খোঁজার চেষ্টা করছিল। সেটা দেখে- সজলের নাক বরাবর সজোরে ন'শো টাকা দামের ওয়ালটন মোবাইলসেটটা ছুড়ে মারলেন জামান স্যার। কপাল থেকে রক্ত ঝরছিল সজলের। ওই ঘটনার পর থেকে 'জামান স্যার' বাচ্চাদের কাছে হয়ে গেলেন 'কামান স্যার'। বাচ্চারা তাঁকে নিয়ে ছন্দও বানিয়েছে কিছু-
"ও কামান স্যার!
বাড়াবাড়ি
কমান স্যার।
ও জামান স্যার
টাকা কড়ি
জমান স্যার।"
জামান স্যার বরিশালের ছেলে। তাই হয়তো একটু সাহসী। সেদিন বাতেনের টি-স্টলে 'কালো-সরু' একটি সিগারেট ধরিয়ে বাইরে তাকালেন ওনি, দেখতে পেলেন- বেঞ্চিতে বসে এই কলেজেরই এক ছাত্র, নাম তমাল, 'শাদা-সরু' একটি সিগারেট ধরিয়ে আয়েশ করে টানছে। বাচ্চাটির সিগারেট টানার স্টাইল অসাধারণ। লম্বা টান দিয়ে বুকের ভেতর ধোঁয়া নেয়। তারপর চায়ের কাপে চুমুক দেয় রাজার ভঙ্গিতে। ডান পা বাম পায়ের ওপরে রেখে সারা গা দুলুনি দেয়। বিড়ির ধোঁয়া চায়ের কড়া লিকারের সাথে পেটের ভেতরে গিয়ে মিশে যায়। ধোঁয়া আর বাইরে বেরোয় না।
মাথায় রক্ত চলে এলো জামান স্যারের। নিজের সিগারেটে সজোরে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বাইরে বেরুলেন তিনি। ঠাস করে একটা থাপ্পড় মারলেন ছাত্রটির গালে। বাম হাতে থাকা সিগারেটের পশ্চাতদেশ ছিটকে পড়ল দূরে। চায়ের কাপ ভাঙার রিনিঝিনি শব্দ শোনা গেল অনেকটা দূর থেকেও। এক ভিক্ষুক ভিক্ষা চাইতে এসে কেন চা খেয়ে চলে গেল- বোঝা গেল না।
জামান স্যারকে দেখে বাচ্চারা ভয় পায়। কিন্তু এতটুকু শ্রদ্ধা করে না তাকে। শ্রদ্ধা না করার কিছু কারণ যে নেই- তা কিন্তু নয়। ওনি নিজে যা করেন, তাই করতে দিতে চান না ওনার শিক্ষার্থীদের।
ডান হাতে বিশাল মোটা কালো ফিতের ঘড়ি, অন্য হাতে দুটো রুপোর মোটা বালা পরেন জামান স্যার। চুলও কাঁধ পর্যন্ত লম্বা। বেদম টাইট জিন্সের সাথে গোল-গলা কালো কুচকুচে টি-শার্ট পরে কলেজে আসেন তিনি। প্যান্ট বেশি টাইট হওয়ার কারণে দু পায়ের ঠিক মাঝ বরাবর একটু বিচ্ছিরি রকমের উঁচু হয়ে থাকে। সেটা নিয়ে কমনরুমে ছাত্রীরা হাসাহাসি করে। এই যেমন, ফেন্সি সেদিন রুম্পাকে বলছিল, "জামান স্যারের 'কামান' দেখেছিস? মাঝেমাঝে তো 'হিসু' করার পর প্যান্টের জিপারও লাগায় না। লুচ্চা একটা! ছাত্রীদের দিকে নিজেই হা-করে তাকিয়ে থাকে। আর ক্লাসে ছেলেদেরকে চিল্লায়ে বলে 'হারামজাদারা, মাইয়াগো দিকে তাকাইয়া থাকতে থাকতে তোদের চোখ ঘোলা করে ফেলেছিস'।"
সেদিন কলেজের গেটে জিন্স- টি-শার্ট পরে নিজেই দাঁড়িয়ে আছেন তিনি, অথচ ছেলেদেরকে জিন্স পরার কারণে থাপড়িয়ে গেট থেকে বের করে দিচ্ছিলেন। একটা ছেলে তো বলেই ফেলল, "স্যার, আপনার পরনে কী? আপনিও তো জিন্স পরেন। আমরা পরলেই দোষ।" জামান স্যার যেন 'কামান' খুঁজতে লাগলেন। চেচিয়ে বললেন, "এই, এইটা কে রে?"
ছাত্রটি দৌড়ে পালাল। আর ছেলেটি মনে মনে বলল,
"আমাদের জামান স্যার
হাতে যেন 'কামান' তার।
পরেন টি-শার্ট, আর জিন্স
মানুষ তো নয়; স্যার একটা জিনিস।
জামান স্যার,
বাড়াবাড়ি
জারিজুরি
কড়াকড়ি
অকারণে ধরাধরি
এইবার থামান স্যার।"
জামান স্যারের চারিত্রিক গুণাবলি দুধে ধোঁয়া, ছাকনিতে ছাকা তুলসি পাতার মতো নয়। এক সুন্দরী ছাত্রীর সাথে ফেসবুকে সতেরো দিন চ্যাটিংয়ের পর মেসেজ করেছেন তিনি, "আমাকে আর 'স্যার' নয় 'ভাইয়া' বলে ডাকবা। 'স্যার ট্যার' শুনতে ভাল্লাগেনা।" ছাত্রীটির নাম মল্লিকা মলি। বন্ধুরা খ্যাপায় 'মরলি ক্যা মলি' বলে। মল্লিকার প্রেমিক সংখ্যা অর্ধ ডজনের কম হবে না। কলেজের সবচেয়ে উচ্ছৃঙ্খল ছাত্রটি যার নাম 'কোপা কামাল' সেও মল্লিকার প্রেমিক। অথচ, এই মেয়েটির সাথেই কিনা জামান স্যারও চ্যাট করেন। হায় রে কলিকাল!
পর্ব-২
▬▬▬▬
তখন এইচএসসি বোর্ড পরীক্ষা চলছিল।
কেন্দ্রে প্রেবেশের আগে কলেজের বাইরে থাকা পুকুরপাড়ে কয়েকজন ছেলেমেয়ের জটলা দেখতে পেলেন জামান স্যার। তাদের ফিসফিস শব্দ দূর থেকেও শোনা যাচ্ছিল। একজন বলছে, "আধাঘণ্টা আগে হোয়াটসএপে প্রশ্ন পেলাম। বাঁশতৈল কলেজের সিদ্দিক স্যার প্রশ্নের প্যাকেট হাতে পেয়েই ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।"
পাশের 'মফিজ আলি ডিগ্রি' কলেজের শিক্ষার্থীরা এ কলেজে পরীক্ষা দিচ্ছে।
সেদিন ইংরেজি পরীক্ষা চলছিল। দিন পরীক্ষা কক্ষে ঢুকেই জামান স্যার বললেন, "তোমরা একজনেরটা আরেকজন অবশ্যই দেখে লিখতে পারো- তাতে আপত্তি নেই। কেননা, আমি এসএসসি, এইচএসসি এমনকি বিসিএস রিটেন পর্যন্ত দেখাদেখি করে লিখে এসেছি। ক্যাডার হওয়ার পর গত ডিপার্টমেন্টাল ইকজামে পাঁচজন মিলে বই সামনে রেখে পরীক্ষা দিয়েছি। তবে বাচ্চারা, শব্দ করা যাবে না কিন্তু। আমি একটু নিরিবিলি ফেসবুক চালাবো।" জামান স্যার এটা বলবেনই না বা কেন- সেদিন পরীক্ষাপূর্ব মিটিংয়ে প্রিন্সিপাল স্যার বলে দিলেন, "এই যে নতুন স্যারেরা, বেশি কড়া গার্ড দিবেন না। পাশের মফিজ আলি কলেজের শিক্ষকরা আমাদের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ছাড় দিবে। এমনকি ইংরেজি পরীক্ষার দিন ওই কলেজের দেবাশিষ গুপ্ত স্যার প্রশ্ন সল্যুশন করে ক্লাসে ক্লাসে বলেও দিবেন। আমরাও একইরকমভাবে ওদের হেল্প করব। গত বছর পাসের হার ছিল ৭৬ শতাংশ, এবার হবে ইনশাআল্লাহ ৯৪ শতাংশ।" সকল শিক্ষক করতালি দিচ্ছিলেন। শুধু জামান স্যার মুখে থাকা চুইংগামটি আর না চিবিয়ে নিচে ফেলে দিলেন।
জামান স্যার ফেসবুকে মন দিতে পারলেন না। প্রথমে হালকা গুঞ্জন, পরে মৃদু শব্দ, তারপর কোলাহল, চেচামেচি। প্রথম বেঞ্চের এক ছাত্র শেষ বেঞ্চের এক ছাত্রকে চেচিয়ে বলছে, "ওই শালা, রি-এরেঞ্জ কোন বোর্ড থেকে এলো রে? বুঝতেছি না!"
স্যার, মোবাইল থেকে চোখ তুললেন। দেখতে পেলেন- কালোমতো মোটাসোটা মাস্তান টাইপের একটা ছেলে নিজের বেঞ্চ থেকে উঠে গিয়ে অন্য একটা বেঞ্চের মাঝে বসে পরীক্ষা দিচ্ছে। জামান স্যারের মেজাজ গরম হয়ে গেল। ওই ছাত্রের কাছে গিয়ে বললেন, "এই ব্যাটা, উঠ। খাতা দিয়ে দে।" ছাত্রটি না উঠে বরং পকেট থেকে দু টাকা দামের একটি দেশলাই বের করল। সেটা শব্দ করে রাখল বেঞ্চের ওপর। একটি কাঠি বের করে সেটা দিয়ে স্যারের সামনেই প্রথমে কান, পরে হলদেটে দাঁত খোচাতে লাগল। স্যারের রাগ ও ঘেন্না বেড়ে গেল। টান দিয়ে খাতাটা নিয়ে নিলেন৷ কালোমতো মাস্তান টাইপের ছেলেটা সাপের মতো ফুসফুস করছে। আর হাতে থাকা দেশলাইটা বারবার নাড়াচ্ছে। কুড়ি মিনিট পর খাতাটি ফেরত দিলেন জামান স্যার।
একজনের খাতা হুবহু দেখে আরেকজনকে লেখার সুযোগ দেননি বলে শিক্ষার্থীরা জামান স্যারের ওপর ভীষণ খেপে গিয়েছে। একযোগে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে প্রতিবাদী ছন্দ ছেড়েছে ছাত্ররা,
"এই কলেজের জামান স্যার,
তাকে এবার থামান স্যার।"
ওদিকে বাইরে কিছু পোলাপান শ্লোগান দিচ্ছে-
"জামান স্যারের কল্লা
তুলে নেবো আল্লা..."
'তুলে নেবো আমরা' না বলে 'তুলে নেবো আল্লা' বলার রহস্যটা বোঝা গেল না।
ফিরে যাবার সময় প্রিন্সিপাল স্যারের রুমে থাকা পুরাতন তিনটে চায়ের কাপ, আর দুটো কাঁচের গেলাশ সজোরে আছড়ে ফেলল একজন। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে ঘুম ভেঙে গিয়েছিল প্রিন্সিপাল স্যারের পাশে পুতুলের মতো বসে থাকা 'ধামাধরা' মকবুল স্যারের। আরেকজন ছাত্রকে দেখা গেল 'আম খাওয়ার চাকু' বাম পকেট থেকে বের করে ডান পকেটে ভরল। এই দৃশ্য দেখে বাইরে দাঁড়িয়ে থাকা ইকরাম স্যার কেন থরথর করে কাঁপছিলেন- বোঝা গেল না।
রাতের বেলা ঠোঁটে সিগারেট বসিয়ে, কানে হ্যাডফোন লাগিয়ে এফএম রেডিওর ঝাকানাকা গান শুনে চাপমুক্ত হবার চেষ্টা করছিলেন জামান স্যার। সহসাই জানালায় ঢিলের শব্দ। দ্রুম দ্রুম। গান শুনতে ব্যাঘাত ঘটছিল। হ্যাডফোন খুলে বাইরে বেরুলেন তিনি। একটা ঢিল এসে পড়ল জামান স্যারের চান্দিতে। হাত দিয়ে দেখলেন পাহাড়ের মতো ফুলে গেছে চান্দিটা, কিন্তু রক্ত বেরোয়নি। রাগে, ক্ষোভে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন তিনি।
সবকিছু জানতে পেরে- পরেরদিন প্রিন্সিপাল স্যার জামান স্যারকে ডেকে টানা পঁয়তাল্লিশ দিনের ছুটি দিয়ে দিলেন। জামান স্যার বাম হাতে থাকা রুপোর বালা দুটো খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন। খুশিতে নাকি রাগে এমনটা করলেন- তা বোঝা মুশকিল। বিড়বিড় করে শুধু বললেন তিনি,
"বাংলাদেশে স্যারের বেশে
আর না
যাব জার্মানি; কামাবো ক্যাশ-মানি;
আর ফিরবো না।
আমি জামান-
যাব জার্মানি, হব 'জার্মান'।"
পর্ব-৩
▬▬▬▬
অফুরন্ত ছুটিতে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটস এপ, কখনো বা ইংলিশ-হিন্দি মুভি দেখে অলস সময় কাটাচ্ছিলেন জামান স্যার। এরই মাঝে একদিন মল্লিকার ফোন,
"স্যার, আপনি খুব ভালো, খুব রোম্যান্টিক,
আপনার সবই সুন্দর, সব ঠিক।
আপনি হ্যান্ডসাম, আপনি অসাম,
আপনি কিউট, আপনি হিরো,
আপনি সুইট, নন ভীরু।
আপনি চলেন নায়কের মতো,
আপনার কণ্ঠটা গায়কের মতো।
আপনি এই,
আপনি সেই....."
জামান স্যার প্রশংসার বৃষ্টিতে ভিজে আবেগে আপ্লুত হলেন। কোথায় যেন তিনি শুনেছিলেন, "সব চায়ের কাপে চুমুক দিতে নেই"- তবে এখন সেটা মনে রাখা কিংবা মানার সময় নয়।
ছুটির দিনগুলি মল্লিকার সাথে চ্যাটিংয়ের রোম্যান্টিকতায় বেশ ভালোই কাটছিল।
পর্ব-৪
▬▬▬▬
ছুটি শেষ।
কলেজে ফিরলেন জামান স্যার। কলেজের অবস্থা আগের চেয়েও ভয়াবহ। ক্লাসেক্লাসে প্রেম, বেঞ্চেবেঞ্চে প্রেম। পুকুরের ঘাটে প্রেম৷ ক্লাসের বাইরে রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের দোকানেও প্রেম জমে ওঠেছে।
উত্তর দিকের চারতলা ভবনের দোতলায় জামান স্যারের ডিপার্টমেন্ট। তখন বেলা আড়াইটার মতো বাজে। দূর থেকে দেখলেন- মল্লিকার মতো একটি মেয়ে পশ্চিম দিকের তিনতলা বিল্ডিংয়ের দোতলার কক্ষ নম্বর ২০৮- এ ঢুকছে। মল্লিকার সাথে সাক্ষাত করার ইচ্ছে হলো ওনার। টয়লেটে ঢুকে পরপর দুটো বিড়ি খেয়ে মাথাটা ফ্রেশ করে নিলেন ওনি।
২০৮ নম্বর কক্ষের সামনে দুজন ছেলে দাঁড়ানো। দরোজার এপাশ-ওপাশ পায়চারি করছিল তারা৷ স্যারকে দেখে ভীত হলো। স্যার জোরে ধমক লাগালেন, " ঐ তোরা এখানে কী করিস। ভাগ।" ছাত্র দুটি পকেট থেকে মোবাইল বের করে বাটন চাপতে চাপতে চলে গেল।
রুমটির মূল দরোজা বাদে অন্যান্য দরোজা-জানালা বন্ধ। কোনো লাইটিং নেই। বেশ অন্ধকার। দরোজার পাশে থাকা ইলেক্ট্রিসিটির সুইচ অন করলেন জামান স্যার। আলোকিত হয়ে উঠল রুম। স্যার যা দেখলেন- সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। বজ্রাঘাতের মতো মনে হলো ওনার। সন্ত্রাসী ছেলেটা 'কোপা কামাল' যার নাম তার সাথে আলিঙ্গনরত অবস্থায় সেই মল্লিকা নামের মেয়েটি। তীব্র ঘেন্নাবোধে কোনো শব্দ বেরুলো না স্যারের মুখ থেকে। তারমানে, বাইরে থাকা ওই ছাত্র দুজন এই অপকর্মটা পাহাড়া দিচ্ছিল। হায়! হায়!
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সেদিন তখন রাত বারোটার ওপরে৷ কলেজের খোলা মাঠে বসে কোপা কামাল, সজল আর কালোমতো মাস্তান টাইপ ছেলেটা সিগারেটের ভেতর গাজা ভরে আয়েশে সুখটান দিচ্ছিল। পাশেই রয়েছে সদ্য কেনা এক বোতল বাংলা মদ। মাতালের মতো ভঙ্গিতে সজল বলল, "শালারা, স্যারের বুক বরাবর প্রথম চাক্কুটা আমি মারুম। মোবাইল দিয়ে আমারে ঢিল মারে৷ শালার পো..."
মাস্তান ছেলেটা মনে হয় এক প্যাগ বেশি খেয়েছে। কণ্ঠে জড়তা। বলল সে, "শালার পাছায় আমি দেবো বাঁশ। পরীক্ষার সময় আমার খাতা আটকায়ে দিছিল। কত্ত বড়ো সাহস শালা পুতের..."
কোপা কামাল মনে হয় ঘুম থেকে জাগলো। ঘোরের মধ্যে বলতে লাগল সে, "আমি দেবো কোপ। অনেকদিন হয়ে গেল কাউরে কোপাই না। সর্বশেষ বীরপুশিয়ার তমালরে কোপাইছিলাম... চৌদ্দটা কোপ দিছিলাম ঠ্যাঙে... কোপামু রে কোপামু..."
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সেদিনের ওই ঘটনার পর এক রহস্যময় কারণে জামান স্যারকে আর কলেজে দেখা যায়নি।
(সমাপ্ত)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
গল্পকার: ওয়াদুদ খান
প্রভাষক ইংরেজি বিভাগ, সদরপুর সরকারি কলেজ
লেখকের লেখা সকল উপন্যাস পেতে ডায়াল করুন:
📞📞☎☎ ০১৬৭৩-৫৯ ৪৫ ৭৯ ☎☎📞📞
ফ্রি পড়তে চাইলে ভিজিট করুন:
🌐🌐 www.wadudkhan.blogspot.com 🌐🌐
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔵 হাস্যরসাত্মক এই গল্পে রয়েছে সমকালীন বাস্তবতা
🔵 প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীর জন্য এটি অবশ্যপাঠ্য
পর্ব-১
▬▬▬▬
তখন সেপ্টেম্বর। কলেজে এলেন জামান স্যার। পুরো নাম- 'চৌধুরী আশফাক জামান'। ব্রত, পেশা কিংবা নেশা হিশেবে নয়; শিক্ষতাকে তিনি নিয়েছিলেন অনেকটা 'তামাশা' হিশেবে। এই জামান স্যারকে বাচ্চারা ডাকতো 'কামান স্যার' বলে। রোজ ভোরে ওয়ান টাইম রেজার দিয়ে 'দাড়ি কামান' বলে বাচ্চারা তার এ নাম রাখেনি।
নামের পেছনে ছিল ভিন্ন কারণ।
গত প্রিটেস্ট পরীক্ষা চলাকালে তিনি ক্লাসে ঢুকে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে ফেসবুক লাইভে এলেন। বলতে লাগলেন, "হ্যাললো বউন্ধুরা, আমি জামান। এখন আছি পরীক্ষার হলে। আপনারা দেখুন- কীভাবে এ কলেজের বাচ্চারা নকলমুক্ত নয়; বরং নকলযুক্তভাবে আরামে, আয়েশে, কেউ কেউ ঘুমিয়ে কিংবা নেচে-গেয়ে পরীক্ষা দিচ্ছে..."
এক ছাত্র মৃদু শব্দে বলল,
"জামান স্যার,
দয়াকরে মোবাইলটা
নামান স্যার।"
এদিকে ফেসবুক লাইভে যখন মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো শ্রেণিকক্ষটা কাভার করছিলেন জামান স্যার, তখন হঠাৎ সজলের দিকে চোখ পড়ল ওনার। সজল বাম হাঁটুর ওপরে ফোন রেখে নেট গেটে কিছু সিনোনিম খোঁজার চেষ্টা করছিল। সেটা দেখে- সজলের নাক বরাবর সজোরে ন'শো টাকা দামের ওয়ালটন মোবাইলসেটটা ছুড়ে মারলেন জামান স্যার। কপাল থেকে রক্ত ঝরছিল সজলের। ওই ঘটনার পর থেকে 'জামান স্যার' বাচ্চাদের কাছে হয়ে গেলেন 'কামান স্যার'। বাচ্চারা তাঁকে নিয়ে ছন্দও বানিয়েছে কিছু-
"ও কামান স্যার!
বাড়াবাড়ি
কমান স্যার।
ও জামান স্যার
টাকা কড়ি
জমান স্যার।"
জামান স্যার বরিশালের ছেলে। তাই হয়তো একটু সাহসী। সেদিন বাতেনের টি-স্টলে 'কালো-সরু' একটি সিগারেট ধরিয়ে বাইরে তাকালেন ওনি, দেখতে পেলেন- বেঞ্চিতে বসে এই কলেজেরই এক ছাত্র, নাম তমাল, 'শাদা-সরু' একটি সিগারেট ধরিয়ে আয়েশ করে টানছে। বাচ্চাটির সিগারেট টানার স্টাইল অসাধারণ। লম্বা টান দিয়ে বুকের ভেতর ধোঁয়া নেয়। তারপর চায়ের কাপে চুমুক দেয় রাজার ভঙ্গিতে। ডান পা বাম পায়ের ওপরে রেখে সারা গা দুলুনি দেয়। বিড়ির ধোঁয়া চায়ের কড়া লিকারের সাথে পেটের ভেতরে গিয়ে মিশে যায়। ধোঁয়া আর বাইরে বেরোয় না।
মাথায় রক্ত চলে এলো জামান স্যারের। নিজের সিগারেটে সজোরে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বাইরে বেরুলেন তিনি। ঠাস করে একটা থাপ্পড় মারলেন ছাত্রটির গালে। বাম হাতে থাকা সিগারেটের পশ্চাতদেশ ছিটকে পড়ল দূরে। চায়ের কাপ ভাঙার রিনিঝিনি শব্দ শোনা গেল অনেকটা দূর থেকেও। এক ভিক্ষুক ভিক্ষা চাইতে এসে কেন চা খেয়ে চলে গেল- বোঝা গেল না।
জামান স্যারকে দেখে বাচ্চারা ভয় পায়। কিন্তু এতটুকু শ্রদ্ধা করে না তাকে। শ্রদ্ধা না করার কিছু কারণ যে নেই- তা কিন্তু নয়। ওনি নিজে যা করেন, তাই করতে দিতে চান না ওনার শিক্ষার্থীদের।
ডান হাতে বিশাল মোটা কালো ফিতের ঘড়ি, অন্য হাতে দুটো রুপোর মোটা বালা পরেন জামান স্যার। চুলও কাঁধ পর্যন্ত লম্বা। বেদম টাইট জিন্সের সাথে গোল-গলা কালো কুচকুচে টি-শার্ট পরে কলেজে আসেন তিনি। প্যান্ট বেশি টাইট হওয়ার কারণে দু পায়ের ঠিক মাঝ বরাবর একটু বিচ্ছিরি রকমের উঁচু হয়ে থাকে। সেটা নিয়ে কমনরুমে ছাত্রীরা হাসাহাসি করে। এই যেমন, ফেন্সি সেদিন রুম্পাকে বলছিল, "জামান স্যারের 'কামান' দেখেছিস? মাঝেমাঝে তো 'হিসু' করার পর প্যান্টের জিপারও লাগায় না। লুচ্চা একটা! ছাত্রীদের দিকে নিজেই হা-করে তাকিয়ে থাকে। আর ক্লাসে ছেলেদেরকে চিল্লায়ে বলে 'হারামজাদারা, মাইয়াগো দিকে তাকাইয়া থাকতে থাকতে তোদের চোখ ঘোলা করে ফেলেছিস'।"
সেদিন কলেজের গেটে জিন্স- টি-শার্ট পরে নিজেই দাঁড়িয়ে আছেন তিনি, অথচ ছেলেদেরকে জিন্স পরার কারণে থাপড়িয়ে গেট থেকে বের করে দিচ্ছিলেন। একটা ছেলে তো বলেই ফেলল, "স্যার, আপনার পরনে কী? আপনিও তো জিন্স পরেন। আমরা পরলেই দোষ।" জামান স্যার যেন 'কামান' খুঁজতে লাগলেন। চেচিয়ে বললেন, "এই, এইটা কে রে?"
ছাত্রটি দৌড়ে পালাল। আর ছেলেটি মনে মনে বলল,
"আমাদের জামান স্যার
হাতে যেন 'কামান' তার।
পরেন টি-শার্ট, আর জিন্স
মানুষ তো নয়; স্যার একটা জিনিস।
জামান স্যার,
বাড়াবাড়ি
জারিজুরি
কড়াকড়ি
অকারণে ধরাধরি
এইবার থামান স্যার।"
জামান স্যারের চারিত্রিক গুণাবলি দুধে ধোঁয়া, ছাকনিতে ছাকা তুলসি পাতার মতো নয়। এক সুন্দরী ছাত্রীর সাথে ফেসবুকে সতেরো দিন চ্যাটিংয়ের পর মেসেজ করেছেন তিনি, "আমাকে আর 'স্যার' নয় 'ভাইয়া' বলে ডাকবা। 'স্যার ট্যার' শুনতে ভাল্লাগেনা।" ছাত্রীটির নাম মল্লিকা মলি। বন্ধুরা খ্যাপায় 'মরলি ক্যা মলি' বলে। মল্লিকার প্রেমিক সংখ্যা অর্ধ ডজনের কম হবে না। কলেজের সবচেয়ে উচ্ছৃঙ্খল ছাত্রটি যার নাম 'কোপা কামাল' সেও মল্লিকার প্রেমিক। অথচ, এই মেয়েটির সাথেই কিনা জামান স্যারও চ্যাট করেন। হায় রে কলিকাল!
পর্ব-২
▬▬▬▬
তখন এইচএসসি বোর্ড পরীক্ষা চলছিল।
কেন্দ্রে প্রেবেশের আগে কলেজের বাইরে থাকা পুকুরপাড়ে কয়েকজন ছেলেমেয়ের জটলা দেখতে পেলেন জামান স্যার। তাদের ফিসফিস শব্দ দূর থেকেও শোনা যাচ্ছিল। একজন বলছে, "আধাঘণ্টা আগে হোয়াটসএপে প্রশ্ন পেলাম। বাঁশতৈল কলেজের সিদ্দিক স্যার প্রশ্নের প্যাকেট হাতে পেয়েই ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।"
পাশের 'মফিজ আলি ডিগ্রি' কলেজের শিক্ষার্থীরা এ কলেজে পরীক্ষা দিচ্ছে।
সেদিন ইংরেজি পরীক্ষা চলছিল। দিন পরীক্ষা কক্ষে ঢুকেই জামান স্যার বললেন, "তোমরা একজনেরটা আরেকজন অবশ্যই দেখে লিখতে পারো- তাতে আপত্তি নেই। কেননা, আমি এসএসসি, এইচএসসি এমনকি বিসিএস রিটেন পর্যন্ত দেখাদেখি করে লিখে এসেছি। ক্যাডার হওয়ার পর গত ডিপার্টমেন্টাল ইকজামে পাঁচজন মিলে বই সামনে রেখে পরীক্ষা দিয়েছি। তবে বাচ্চারা, শব্দ করা যাবে না কিন্তু। আমি একটু নিরিবিলি ফেসবুক চালাবো।" জামান স্যার এটা বলবেনই না বা কেন- সেদিন পরীক্ষাপূর্ব মিটিংয়ে প্রিন্সিপাল স্যার বলে দিলেন, "এই যে নতুন স্যারেরা, বেশি কড়া গার্ড দিবেন না। পাশের মফিজ আলি কলেজের শিক্ষকরা আমাদের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ছাড় দিবে। এমনকি ইংরেজি পরীক্ষার দিন ওই কলেজের দেবাশিষ গুপ্ত স্যার প্রশ্ন সল্যুশন করে ক্লাসে ক্লাসে বলেও দিবেন। আমরাও একইরকমভাবে ওদের হেল্প করব। গত বছর পাসের হার ছিল ৭৬ শতাংশ, এবার হবে ইনশাআল্লাহ ৯৪ শতাংশ।" সকল শিক্ষক করতালি দিচ্ছিলেন। শুধু জামান স্যার মুখে থাকা চুইংগামটি আর না চিবিয়ে নিচে ফেলে দিলেন।
জামান স্যার ফেসবুকে মন দিতে পারলেন না। প্রথমে হালকা গুঞ্জন, পরে মৃদু শব্দ, তারপর কোলাহল, চেচামেচি। প্রথম বেঞ্চের এক ছাত্র শেষ বেঞ্চের এক ছাত্রকে চেচিয়ে বলছে, "ওই শালা, রি-এরেঞ্জ কোন বোর্ড থেকে এলো রে? বুঝতেছি না!"
স্যার, মোবাইল থেকে চোখ তুললেন। দেখতে পেলেন- কালোমতো মোটাসোটা মাস্তান টাইপের একটা ছেলে নিজের বেঞ্চ থেকে উঠে গিয়ে অন্য একটা বেঞ্চের মাঝে বসে পরীক্ষা দিচ্ছে। জামান স্যারের মেজাজ গরম হয়ে গেল। ওই ছাত্রের কাছে গিয়ে বললেন, "এই ব্যাটা, উঠ। খাতা দিয়ে দে।" ছাত্রটি না উঠে বরং পকেট থেকে দু টাকা দামের একটি দেশলাই বের করল। সেটা শব্দ করে রাখল বেঞ্চের ওপর। একটি কাঠি বের করে সেটা দিয়ে স্যারের সামনেই প্রথমে কান, পরে হলদেটে দাঁত খোচাতে লাগল। স্যারের রাগ ও ঘেন্না বেড়ে গেল। টান দিয়ে খাতাটা নিয়ে নিলেন৷ কালোমতো মাস্তান টাইপের ছেলেটা সাপের মতো ফুসফুস করছে। আর হাতে থাকা দেশলাইটা বারবার নাড়াচ্ছে। কুড়ি মিনিট পর খাতাটি ফেরত দিলেন জামান স্যার।
একজনের খাতা হুবহু দেখে আরেকজনকে লেখার সুযোগ দেননি বলে শিক্ষার্থীরা জামান স্যারের ওপর ভীষণ খেপে গিয়েছে। একযোগে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে প্রতিবাদী ছন্দ ছেড়েছে ছাত্ররা,
"এই কলেজের জামান স্যার,
তাকে এবার থামান স্যার।"
ওদিকে বাইরে কিছু পোলাপান শ্লোগান দিচ্ছে-
"জামান স্যারের কল্লা
তুলে নেবো আল্লা..."
'তুলে নেবো আমরা' না বলে 'তুলে নেবো আল্লা' বলার রহস্যটা বোঝা গেল না।
ফিরে যাবার সময় প্রিন্সিপাল স্যারের রুমে থাকা পুরাতন তিনটে চায়ের কাপ, আর দুটো কাঁচের গেলাশ সজোরে আছড়ে ফেলল একজন। কাঁচ ভাঙার ঝনঝন শব্দে ঘুম ভেঙে গিয়েছিল প্রিন্সিপাল স্যারের পাশে পুতুলের মতো বসে থাকা 'ধামাধরা' মকবুল স্যারের। আরেকজন ছাত্রকে দেখা গেল 'আম খাওয়ার চাকু' বাম পকেট থেকে বের করে ডান পকেটে ভরল। এই দৃশ্য দেখে বাইরে দাঁড়িয়ে থাকা ইকরাম স্যার কেন থরথর করে কাঁপছিলেন- বোঝা গেল না।
রাতের বেলা ঠোঁটে সিগারেট বসিয়ে, কানে হ্যাডফোন লাগিয়ে এফএম রেডিওর ঝাকানাকা গান শুনে চাপমুক্ত হবার চেষ্টা করছিলেন জামান স্যার। সহসাই জানালায় ঢিলের শব্দ। দ্রুম দ্রুম। গান শুনতে ব্যাঘাত ঘটছিল। হ্যাডফোন খুলে বাইরে বেরুলেন তিনি। একটা ঢিল এসে পড়ল জামান স্যারের চান্দিতে। হাত দিয়ে দেখলেন পাহাড়ের মতো ফুলে গেছে চান্দিটা, কিন্তু রক্ত বেরোয়নি। রাগে, ক্ষোভে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে লাগলেন তিনি।
সবকিছু জানতে পেরে- পরেরদিন প্রিন্সিপাল স্যার জামান স্যারকে ডেকে টানা পঁয়তাল্লিশ দিনের ছুটি দিয়ে দিলেন। জামান স্যার বাম হাতে থাকা রুপোর বালা দুটো খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন। খুশিতে নাকি রাগে এমনটা করলেন- তা বোঝা মুশকিল। বিড়বিড় করে শুধু বললেন তিনি,
"বাংলাদেশে স্যারের বেশে
আর না
যাব জার্মানি; কামাবো ক্যাশ-মানি;
আর ফিরবো না।
আমি জামান-
যাব জার্মানি, হব 'জার্মান'।"
পর্ব-৩
▬▬▬▬
অফুরন্ত ছুটিতে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটস এপ, কখনো বা ইংলিশ-হিন্দি মুভি দেখে অলস সময় কাটাচ্ছিলেন জামান স্যার। এরই মাঝে একদিন মল্লিকার ফোন,
"স্যার, আপনি খুব ভালো, খুব রোম্যান্টিক,
আপনার সবই সুন্দর, সব ঠিক।
আপনি হ্যান্ডসাম, আপনি অসাম,
আপনি কিউট, আপনি হিরো,
আপনি সুইট, নন ভীরু।
আপনি চলেন নায়কের মতো,
আপনার কণ্ঠটা গায়কের মতো।
আপনি এই,
আপনি সেই....."
জামান স্যার প্রশংসার বৃষ্টিতে ভিজে আবেগে আপ্লুত হলেন। কোথায় যেন তিনি শুনেছিলেন, "সব চায়ের কাপে চুমুক দিতে নেই"- তবে এখন সেটা মনে রাখা কিংবা মানার সময় নয়।
ছুটির দিনগুলি মল্লিকার সাথে চ্যাটিংয়ের রোম্যান্টিকতায় বেশ ভালোই কাটছিল।
পর্ব-৪
▬▬▬▬
ছুটি শেষ।
কলেজে ফিরলেন জামান স্যার। কলেজের অবস্থা আগের চেয়েও ভয়াবহ। ক্লাসেক্লাসে প্রেম, বেঞ্চেবেঞ্চে প্রেম। পুকুরের ঘাটে প্রেম৷ ক্লাসের বাইরে রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুডের দোকানেও প্রেম জমে ওঠেছে।
উত্তর দিকের চারতলা ভবনের দোতলায় জামান স্যারের ডিপার্টমেন্ট। তখন বেলা আড়াইটার মতো বাজে। দূর থেকে দেখলেন- মল্লিকার মতো একটি মেয়ে পশ্চিম দিকের তিনতলা বিল্ডিংয়ের দোতলার কক্ষ নম্বর ২০৮- এ ঢুকছে। মল্লিকার সাথে সাক্ষাত করার ইচ্ছে হলো ওনার। টয়লেটে ঢুকে পরপর দুটো বিড়ি খেয়ে মাথাটা ফ্রেশ করে নিলেন ওনি।
২০৮ নম্বর কক্ষের সামনে দুজন ছেলে দাঁড়ানো। দরোজার এপাশ-ওপাশ পায়চারি করছিল তারা৷ স্যারকে দেখে ভীত হলো। স্যার জোরে ধমক লাগালেন, " ঐ তোরা এখানে কী করিস। ভাগ।" ছাত্র দুটি পকেট থেকে মোবাইল বের করে বাটন চাপতে চাপতে চলে গেল।
রুমটির মূল দরোজা বাদে অন্যান্য দরোজা-জানালা বন্ধ। কোনো লাইটিং নেই। বেশ অন্ধকার। দরোজার পাশে থাকা ইলেক্ট্রিসিটির সুইচ অন করলেন জামান স্যার। আলোকিত হয়ে উঠল রুম। স্যার যা দেখলেন- সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। বজ্রাঘাতের মতো মনে হলো ওনার। সন্ত্রাসী ছেলেটা 'কোপা কামাল' যার নাম তার সাথে আলিঙ্গনরত অবস্থায় সেই মল্লিকা নামের মেয়েটি। তীব্র ঘেন্নাবোধে কোনো শব্দ বেরুলো না স্যারের মুখ থেকে। তারমানে, বাইরে থাকা ওই ছাত্র দুজন এই অপকর্মটা পাহাড়া দিচ্ছিল। হায়! হায়!
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সেদিন তখন রাত বারোটার ওপরে৷ কলেজের খোলা মাঠে বসে কোপা কামাল, সজল আর কালোমতো মাস্তান টাইপ ছেলেটা সিগারেটের ভেতর গাজা ভরে আয়েশে সুখটান দিচ্ছিল। পাশেই রয়েছে সদ্য কেনা এক বোতল বাংলা মদ। মাতালের মতো ভঙ্গিতে সজল বলল, "শালারা, স্যারের বুক বরাবর প্রথম চাক্কুটা আমি মারুম। মোবাইল দিয়ে আমারে ঢিল মারে৷ শালার পো..."
মাস্তান ছেলেটা মনে হয় এক প্যাগ বেশি খেয়েছে। কণ্ঠে জড়তা। বলল সে, "শালার পাছায় আমি দেবো বাঁশ। পরীক্ষার সময় আমার খাতা আটকায়ে দিছিল। কত্ত বড়ো সাহস শালা পুতের..."
কোপা কামাল মনে হয় ঘুম থেকে জাগলো। ঘোরের মধ্যে বলতে লাগল সে, "আমি দেবো কোপ। অনেকদিন হয়ে গেল কাউরে কোপাই না। সর্বশেষ বীরপুশিয়ার তমালরে কোপাইছিলাম... চৌদ্দটা কোপ দিছিলাম ঠ্যাঙে... কোপামু রে কোপামু..."
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সেদিনের ওই ঘটনার পর এক রহস্যময় কারণে জামান স্যারকে আর কলেজে দেখা যায়নি।
(সমাপ্ত)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
গল্পকার: ওয়াদুদ খান
প্রভাষক ইংরেজি বিভাগ, সদরপুর সরকারি কলেজ
লেখকের লেখা সকল উপন্যাস পেতে ডায়াল করুন:
📞📞☎☎ ০১৬৭৩-৫৯ ৪৫ ৭৯ ☎☎📞📞
ফ্রি পড়তে চাইলে ভিজিট করুন:
🌐🌐 www.wadudkhan.blogspot.com 🌐🌐
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
EmoticonEmoticon