হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, ‘কেউ কেউ বলছেন আমি আওয়ামী লীগ হয়ে গিয়েছি। তারা মিথ্যা কথা বলছেন। তবে আওয়ামী লীগ হয়ে গেলেও কোনও আপত্তি নেই।’ সোমবার (০১ অক্টোবর) চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আহমদ শফী বলেন, ‘আমাদের বিরাট উপকার করেছেন শেখ হাসিনা। তিনি কথা দিয়েছিলেন কওমি স্বীকৃতি দেবেন। কত জনে কত কথা বলেছেন, সেদিকে লক্ষ করেননি; স্বীকৃতি দিয়েছেন। আমি শেখ হাসিনার শুকরিয়া আদায় করছি।’ এ সময় তিনি সবাইকে শেখ হাসিনার জন্য দোয়া করারও আহ্বান জানান।
হেফাজতের আমির বলেন, ‘কেউ কেউ বলছেন আমি আওয়ামী লীগ হয়ে গিয়েছি। মিথ্যা কথা বলছেন। উনি (শেখ হাসিনা) আমাকে মহব্বত করে কওমি স্বীকৃতি দিয়েছেন। আমি আওয়ামী লীগ হইনি। এটা আপনাদের ভুল ধারণা। কথা বলার সময় সত্য মিথ্যা যাচাই করে বলবেন। তবে আওয়ামী লীগ হয়ে গেলেও কোনও আপত্তি নেই। আওয়ামী লীগের মধ্যে এমন এমন মানুষ আছেন, যারা দীনকে ভালোবাসেন, আমাদের মাদ্রাসায় সাহায্য করেন। আমি ওয়াজ করছি না, শেখ হাসিনার শুকরিয়া আদায় করছি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা বেফাক সভাপতি মাওলানা ছলিমুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক ও হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী, বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, বেফাক মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, বেফাক সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
/সিএ/আইএ/এমওএফ/
ভালো লেগে থাকলে শেয়ার করুন
আসছে ওয়াদুদ খানের আরেকটি অনবদ্য উপন্যাস 'চ রি ত্র হী না' সাম্প্রতিক সময়ের অত্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক ওয়াদুদ খানের আরেকটি অনবদ্য উপন্যাস 'চ রি ত্র হী না' আ
আলেমদের কথিত ঐক্যমত্য ও সাধারণের ইমানহীনতা | কলাম | by ওয়াদুদ খান প্রেক্ষাপট জাতীয় সংসদ নির্বাচন ২০০১। তখন আমি কেবল এইচএসসি পাস করেছি।
মাওলানা সা’দ কান্ধলভী কি আসলেই ভুল বয়ান করছেন? উম্মাতের জোড়-মিল-মহব্বত, ঐক্য ও সম্প্রীতির বিশ্বব্যাপী এ দাওয়াত ও তাবলীগের ময়দানকে বিক্ষিপ্ত
"শক্তিবর্ধক দাওয়াই" খেয়ে ঝরে গেল দুটি প্রাণ ছবি: প্রথম আলো ঢাকার আশুলিয়ায় নিজেদের তৈরি ‘শক্তিবর্ধক দাওয়াই’ খেয়ে চাচা-ভাতিজা মারা গেছেন।&nb
শবে বারাআত নিয়ে বিভ্রান্তি, অপপ্রচারের দাঁতভাঙা যৌক্তিক জবাব (ভিডিওসহ) ||| দেশের সংবাদ এই বিষয়টা সম্পর্কে কলম ধরার কোন ইচ্ছে ছিলনা। নফল ইবাদত নিয়ে অযথা বিতর্ক করা ঠিক নয়। যেখানে এ
ইসরাইলকে থামালে বিশ্বে সন্ত্রাস বন্ধ হবে | মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ফিলিস্তি
EmoticonEmoticon