আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে জনসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান।
বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) মনোনয়নপ্রত্যাশী শাকিল ৩০ সেপ্টেম্বর, রবিবার রামপাল উপজেলার গৌরম্ভা বাজার থেকে একটি মোটর শোভাযাত্রা করেন।
মোটরসাইকেলযোগে এ সভাযাত্রার মাধ্যমে রামপাল উপজেলার চাকশ্রী, পবনতলা, ফয়লাহাট ও বাঘাসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন এবং ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করে নৌকায় ভোট চান।
সে সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী এ চিত্রনায়কের সঙ্গে ছিলেন।
জনসংযোগকালে শাকিল খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এলাকায় কাজ করতে বলেছেন, সেই অনুযায়ী আমি জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছি।’
‘আমি নেত্রীর (প্রধানমন্ত্রী) কাছে মনোনয়ন চাইব, তিনি আমাকে অথবা অন্য যাকেই মনোনয়ন দেবেন, তাকে নিয়ে কাজ করব, কারণ আমি নৌকার মানুষ’, যোগ করেন তিনি।
শাকিল খান আরও বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার এই জনসংযোগ। কারণ বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।’
EmoticonEmoticon