দূষিত ফেসবুক | ওয়াদুদ খান

আহা, ফেসবুক!!!

ফেসবুক আমাদের নিঃসঙ্গতার একমাত্র
সঙ্গী। আমাদের নেটওয়ার্ক বাড়ানোরও
একমাত্র সঙ্গী।

হোম পেজে লিখা আছে "Facebook
helps to connect you you with other
people."

আমরা এর সদ্ব্যবহার করিনা।
আমরা প্রতিনিয়তই এর খারাপ
ব্যাবহার করছি। ফেক আইডি খোলা অনেক আগের দিনের কাজ। এখনও তা আছে। মেয়েদের নাম দিয়ে, পুতুলের ছবি ব্যাবহার
করে আমরা আইডি খুলে বসে থাকি।
পাবলিক এওয়ারনেস পাবার জন্য আমরা এখানে ওখানে এই ফেক আইডি দিয়ে কমেন্ট করি।

আমরা কোনো স্ট্যাটাসে কোনো মেয়ের
কমেন্ট দেখলেই এড অপশনটা ইউজ করতে ভুলি না। কোনো মেয়ের আইডি পেলে আমরা তাকে প্রতিনিয়ত নক দিতেই থাকি। তার প্রতিটি পিকে কমেন্ট করি, "সুইটের প্যাকেট, কিউটের ডিব্বা, নাইচ (নাইসের বিকৃতরূপ), বিউটি কুইন, পরী... এই সেই ব্লা ব্লা ব্লা!!"

আমরা কত্ত লুল! মেয়েদের আইডি দেখলেই ঝাপ মারি। পিক দেখলে জিরো ডটে থাকলেও
মেগাবাইট কিনে ওই পিক দেখি! দিলে শান্তি লাগে! অনেকে আবার জিরো ডটে থেকেই কমেন্ট করে দেয়।

আমরা কত্ত নিচুমনের!! অন্য মেয়ের
পিক দিয়ে পেজের স্পাম দিয়ে বেড়াই এখানে ....

আমরা ফেসবুক ইউজাররাই চটি পেজ
খুলি। আমাদের উপরে ফিট ফাট ভেতরে সদর ঘাট।

সত্যিই, আজ এই ফেসবুক দূষিত
হয়ে গেছে!

কিছু লুল, কিছু লুইচ্ছাদের জন্য
সবাইকে নিতে হয় এর রেসপন্সিবিলিটি.......

আমরা মানুষ হইলাম না আর!!

তারিখ: ২৭ জুন, ২০১৬

(লেখকের ফেসবুক পেজে ঢুকতে ক্লিক করুন এখান)
Previous
Next Post »