আসছে ওয়াদুদ খানের আরেকটি অনবদ্য উপন্যাস 'চ রি ত্র হী না'


সাম্প্রতিক সময়ের অত্যন্ত জনপ্রিয় কথাসাহিত্যিক ওয়াদুদ খানের আরেকটি অনবদ্য উপন্যাস 'চ রি ত্র হী না' আসছে শিগগিরই। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র উপমা। মাস্টার্স শেষ করে এখন সে মূলত 'জব-সিকার'। অবসর সময়ে দু-একটা টিউশনি করে সে। উপমার ঘনিষ্ঠ বন্ধু সাদ। ভার্সিটিতে পড়ত একই সাথে। একসাথে চলতে-চলতে বাড়ে সখ্যতা। অতঃপর প্রেম। তবে প্রেমটা আলোর মুখ দ্যাখেনি। কেননা, উপমার বালিকাবেলায় প্রিয়জন সাম্যর সাথে ঘটেছিল একটি মারাত্মক দুর্ঘটনা। কিংবা বলা যায়- আবেগতাড়িত ভুল। সমাজজুড়ে রটে যায় উপমা চরিত্রহীনা। সাদ যখন জানতে পারে উপমার অতীত জীবন। তখনই কাহিনি মোড় নেয় ভিন্ন দিকে। এদিকে সাদের অতীতেও ছিল প্রেম। ডাক্তার নিশির সাথে প্রেমের সম্পর্ক ছিল বছর দশেক আগে। মেয়েটির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বলে তৈরি হয় ওদের দূরত্ব। দূরত্ব ঘুচিয়ে আবার কি তৈরি হবে বন্ধুত্ব? সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে সাদ। উপমার ছাত্রী লিজা টিনেজার। এক কপট কবির প্রেমে পড়ে সে পালিয়ে যায়। কিন্তু লিজার প্রেমিক আজগর সোনার চেনটা বগলদাবা করে হয় লাপাত্তা। উপন্যাসটিতে যেমন রয়েছে হাস্যরস। তেমনি রয়েছে সমাজ বাস্তবতা। বরাবরের মতো অসামান্য দক্ষতায় ধর্মীয় গোড়ামি ও ভণ্ডামির মুখোশ উন্মোচন করেছেন। উপন্যাসটিতে রয়েছে অনেকগুলো হৃদয়-ছোঁয়া কাপলেট। যেমন—গভীর রাতে ভুলেও যদি— আমায় দেখার সাধ থাকে দেখে নিয়ো— দুয়ার খুলে রাতজাগা ওই চাঁদটাকে। কিংবা,জেনে রেখো— থাকব না আর বোবার মতো চুপ করে 'ভালোবাসি' বলেই দেবো— কাকডাকা এক খুব ভোরে।অথবা, আজকে তোরে উড়তে দিলাম— আমার আকাশ ছাড়ি ভালো থাকার ছল-অভিনয়— জানিস, আমিও পারি। আরও, এই জীবনে হবে কি আর— একে-একে দুই? ক্যামনে হবে? আমায় ছেড়ে থাকলে দূরে তুই। ইত্যাদি, ইত্যাদি। উপন্যাসটি থেকে একটি পর্ব পড়ে দেখতে চাইলে ভিজিট করুন এই ফেসবুক পেজে ওয়াদুদ খান। নামের ওপর ক্লিক করুন। যারা ওয়াদুদ খানের লেখা অন্য কোনো উপন্যাস আগে পড়েছেন, তাঁদের কাছে লেখক সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। প্রি-অর্ডারে থাকছে সর্বোচ্চ ছাড়। প্রি-অর্ডার করতে ফেসবুকে কমেন্ট/ মেসেজ করুন। অথবা, অর্ডার করুন- ০১৭৮৫-৫৬২০৮০ এই নাম্বারে। ১০০ টাকা বিকাশ করে বইটি প্রি-অর্ডার করা যাবে। বইটির মুদ্রিত মূল্য- ৳ ৭১০/- প্রি-অর্ডার করলে রাখা হবে- ৳ ৫০০/- (আলাদা কোনো ডাকখরচ দিতে হবে না।)
Previous
Next Post »