ফুটবল বিশ্বকাপ জেতা এত সহজ কাজ নয়। এর জন্য লাগে আগাগোড়া ভালো খেলা, লাগে কপালও।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা দলটির নাম হলো নেদারল্যান্ডস যারা তিন তিনবার ফাইনাল খেলেও (১৯৭৪, ১৯৭৮, ২০১০) শিরোপা ছুঁতে পারেনি। শিরোপার দ্বারপ্রান্তে গিয়ে ফিরে আসা সত্যিই ভীষণ কষ্টের। কারণ, পরাজিতদের কেউ মনে রাখতে চায় না। এই দলটি এই বিশ্বকাপের চূড়ান্ত পর্বেই জায়গা পেলো না।
দুইবার করে ফাইনাল খেলেছিল যথাক্রমে চেকোস্লোভাকিয়া (১৯৩৪, ১৯৬২) ও হাঙ্গেরি (১৯৩৮, ১৯৫৪), তাদেরকেও ভুলে গেছে ইতিহাস। এমনকি সুইডেনও একবার খেলেছিল ফাইনাল (১৯৫৮)।
শিরোপা খরা কত দীর্ঘতর হতে পারে তার কিছু নমুনা দেখুন। ১৯৩০ সালে প্রথমবার শিরোপা জিতেছিল উরুগুয়ে। ২০ বছর পর দ্বিতীয়বার (১৯৫০) তারা শিরোপা ঘরে তুলতে পেরেছিল। তারপর কেটে গেল ৬৮ বছর, অথচ আর ফাইনালই খেলতে পারছে না তারা। ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কেটে গেল ৫২ বছর। শিরোপা খরা চলছেই।
১৯৭০ সালের ঠিক ২৪ বছর পর (১৯৯৪) শিরোপা খরা কেটেছিল ব্রাজিলের। ১৯৮২ সালের ঠিক ২৪ বছর পর (২০০৬) সালে শিরোপা খরা কেটেছিল ইতালির, অথচ দলটি এই বিশ্বকাপের মূল পর্বেই আসতে পারেনি। ১৯৯০ সালের ঠিক ২৪ বছর পর (২০১৪) সালে শিরোপা খরা কাটে জার্মানির, অথচ এই বিশ্বকাপে তারা কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয়।
১৯৮৬ সালের পর ৩২ বছর কাটলেও শিরোপা খরা কাটেনি আর্জেন্টিনার, যদিও এর মধ্যে তারা দুবার ফাইনাল খেলেছে (১৯৯০, ২০১৪)। ১৯৯৮ সালের পর ফরাসিদের শিরোপা খরা চলছে ২০ বছর হতে চললো। ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন পরপর দুটি বিশ্বকাপে আলো ছড়াতে পারলো না।
বিশ্বকাপের প্রতিটি মূল পর্বে একমাত্র অংশগ্রহণকারী দল ব্রাজিল। ১৯৩০ সালে মিশন শুরু করে প্রথম শিরোপার দেখা পায় ২৮ বছর পর (১৯৫৮)। দ্রুততম সময়ে বিশ্বকাপ জেতার রেকর্ডও তাদেরই। যেমন ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, আবার ১৯৯৪ এর পর ২০০২ সালে। এখন অবশ্য ১৬ বছরের শিরোপা খরা চলছে।
১৯৯৮ সাল থেকে যে দল বিশ্বকাপ জিতে, তারা পরের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের রেওয়াজ চলছে। ব্যতিক্রম ওই ব্রাজিলই যারা ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জেতার পর ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল।
প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল বিশ্বকাপের শিরোপার ছোঁয়া পাওয়া স্বপ্নের মতোই। সেই বিচারে ব্রাজিলই এখনো সেরা। পাঁচবার তারা এই বহু আরাধ্য শিরোপার দেখা পেয়েছে। তারপরের অবস্থান জার্মানি (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪) ও ইতালির (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬), তারা জিতেছে চারবার করে।
ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি বিভাগ
সদরপুর সরকারি কলেজ
তারিখ : ০৭ জুলাই, ২০১৮
(বি. দ্র. উপরের তথ্যগুলো সবই অথেনটিক)
EmoticonEmoticon